পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী من ج لا তপ | প্রাণবল্লভ, লবণ ব্যবসায় রাজার একায়ত্ত হেতু দীন প্রজাগণের যে ক্লেশ, অধীনী কাঙ্গালিনী অবস্থায় বিশেষরূপ অনুভব করেচে, অধীনীর প্রার্থনায় এ নিদারুণ নিয়ম খণ্ডন করে, দীন প্রজাসমূহের অসহনীয় দুঃখভার হরণ কর । রাজা । প্রেয়সি, তুমি অতি ধন্য, অতি বিহিত প্রস্তাব করেচ—হে প্রজাবৰ্গ, তোমাদের সহৃদয়! দয়াময়ী রাজমহিষীর প্রার্থনায় বিজয় কামিনীর প্রকাশ্য পরিণয়ের অধিবাস স্বরূপ অদ্যাবধি লবণ ব্যবসায় সাধারণাধীন করলেম, আজ হতে এ অকলঙ্ক রাজ্য শশাঙ্কের অঙ্ক স্বরূপ নিদারুণ লবণ নিয়মের অপনয়ন হলো । তোমরা মুক্তকণ্ঠে জগদীশ্বরের কাছে প্রার্থনা কর অামার বিজয় কামিনী দীর্ঘজীবী হন ; পরমানন্দে সধৰ্ম্ম জীবনযাত্রা নিৰ্ব্বাহ করুন । দ্বিতীয় পণ্ডিত । মহারাজ, রাজা রাজমহিষীর কৃপায় প্রজার অানন্দের পরিসীমা নাই, প্রজার মুখসাগর উচ্ছলিত হলো ; আমরা সকলে সৰ্ব্বশক্তিমানের নিকটে অকপট চিত্তে প্রার্থনা করি, রাজা, রাজমহিষী, বিজয়, কামিনী চিরজীবী হন, পরমসুখে রাজ্য ভোগ করুন—আমাদের এ রাজ্য রামরাজ্য, এই রাজ্য যেন চিরস্থায়ী হয়। জয়, বিজয় কামিনীর জয় । সকলে । জয়, বিজয় কামিনীর জয় । বিদ্যা । আমি হতবুদ্ধি হইয়াছি! আমার বোধ হয় নিশাতে নিদ্রিত অবস্থায় স্বপ্ন দেখিতেছি । - রাজা । বৈবাহিক মহাশয় বোধ হয় হাঘরে মাগী তোমাকে জাছ করেচে। বিদ্যা । যাকে জাছ করে সুখী হবেন তাকেই জাছ করেচেন |