পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী $२१ তপ | ব্যাই মহাশয়ের অতিশয় ভয় ছিল পাছে সোনা বলে পেতল বেচে যাই । বিদ্যা । ব্যান ঠাকুরুণ, সে বিষয়ে আর কসুর কল্যেন কি—জাতুর জোরে মহারাজকে পতি কল্যেন, তপস্বিনীর পুত্রকে রাজপুত্র কল্যেন, আমার জীবনসৰ্ব্বস্ব কামিনীকে পুত্রবধূ করলেন । যে মহিলা মুহূৰ্ত্ত মধ্যে পতি পুত্র পুত্রবধু বেষ্টিত হয়ে রাজসিংহাসনে বসিতে পারে সে জাতু জানে তার সন্দেহ কি ! মাধ। রাম বলে, আমার ঘাম দিয়ে জর ছাড়লে, বনে যেতে হবে না। উদর ! আনন্দে নৃত্য কর, ছানাবড়া রসগোল্লার বিরহ-যন্ত্রণ। তোমার ভোগ করিতে হবে না—অাঃ বড় রাণীর আগমনে পেট ভরে খেয়ে বাচুবো । তপ । মাধব, এত দিন কি উপবাস করেছিলে ? মাধ। উপবাস না হোক, উপবাসের বৈমাত্র ভ্রাতা হয়েছিল—এ সকল উদরে গুণে মণ্ড দেওয়া উপবাসের বৈমাত্র ভাই অর্থাৎ প্রায় উপবাস । অাগোণা মণ্ড ব্যতীত এ উদরের মনও ওঠে না টোলও ওঠে না । জল । যখন হেঁদোলকুঁৎকুঁতের বাচ্ছ ধরা পড়েচে, তখনি অামি জানি মহারাজের শুভ দিন উপস্থিত । রাজা । কোই জলধর হেঁাদোলকুঁৎকুঁতের বাচ্ছা তো ধরা পড়ে নি, হেদোলকুঁৎকুঁতের ধাড়ী ধরা পড়েছিল। জল ৷ মহারাজ, মেঘ চাইতে জল, একজন হারায়ে তিন জন পেলেন । গুণমার প্রবেশ শু্যাম । মহারাজ আশীৰ্ব্বাদ করুন । রাজা । কে খাম, আজো বেঁচে আছ, তুমি কি প্রমদার সঙ্গিনী হয়েছিলে ?