পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ দীনবন্ধু-গ্রন্থাবলী শু্যাম । তা নইলে কি আপনার স্ত্রী পুত্র জীবিত পেতেন, আমি কত কষ্টে বিজয়কে বাচুয়েচি । তপ | প্ৰাণেশ্বর, শু্যামার ধার কিছুতেই পরিশোধ হবে ন । রাজা । প্রেয়সি, শ্যাম যাকে ভাল বাসে, যে শু্যামাকে মাধবীলতা নাম দিয়াছে, শু্যাম তাকে পাবে, শু্যামাকে পরম মুখী করবে, আমার প্রিয় মাধবের সহিত শ্যামার বিয়ে দেব, শু্যামা প্রকৃত মাধবীলতা হবে । মাধব “মাধবীলতা বিরহে মরে ভূত হয়ে আছে” । [সলাজে শু্যামার প্রস্থান । মাধব । লোকের পাতা চাপ কপাল, অামার পাতর চাপ কপাল ; অনেক দিন পরে পাতরখানি প্রস্থান কল্যেন —মন্ত্ৰি-মহাশয় দেখ দেখি আমার কপালট। চিক্‌ চিক্‌ কচ্চে বটে ? শুষ্ক তরু মুঞ্জরিল গুঞ্জরিল অলি, সরভাজা, মতিচুর, শামলী ধবলী । বিদ্যা। আপনার অন্তঃপুরে আগমন করুন, আপনাদের দর্শন করে আমার স্বর্ণপ্রতিমা স্থরমা চরিতার্থ হন । তপ । চল নাথ, প্রাণনাথ অস্তঃপুরে যাই, সুরমা বিয়ানে হেরি জীবন জুড়াই। সকলের প্রস্থান । সমাপ্ত ।