পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক প্রথম গর্ভাঙ্ক নসিরাম এবং রতা নাপ তের প্রবেশ নসি । বুড়ো ব্যাটা বিশ্বনিন্দুক । রত। কেশব বাবুকে সকলেই ভাল বলে, কেবল বুড়ে ব্যাটা গালাগালি দেয় । বলে কলেজে পড়ে যখন জলপানি পেয়েচে তখন ওর আর জাত কি ? নসি । মাতার উপর শকুনি উড়চে, তবু দলাদলি কত্তে ছাড়ে না। আর বৎসর বাগান বেচে দলাদলি করেছিল ; স্কুলে একটি পয়সা দিতে হলে বলে আমি দরিদ্র ব্রাহ্মণ, কোথা হতে টাকা দেব ? রত। চক্ৰবৰ্ত্তরে ওর জামাইয়ের বাড়ীতে বগনো দেই নি বলে তাদের বাড়ী খেতে গেল না, ওদের পাড়ার কাকেও যেতে দিলে না, দু-শ লোকের ভাত পচালে । নসি। ওর জামাইয়ের বাড়ী হলো ভিন গায়, তাকে বগনে দেবে কেন ? তাকে দিতে গেলে অার এক-শ লোককে দিতে হয় । রত। কেশব বাবুর বাপ যদি ঘোষদের রক্ষা না কত্তেন তবে ব্যাটা তাদের জাত মেরেচিলো । নসি। যথার্থ কথা বলতে কি, রাজীব মুখুয্যে না মলে দেশের নিস্তার নাই । ভুবনের মামাদের এক বৎসর একঘরে করে রেখেচে । তাদের অপরাধ তো ভারি—কালী ঘোষের ছেলে ক্রিস্চান হতে গিয়ে ফিরে এসেছিল, তা কালী ঘোষের জাত না মেরে তারে সমাজভুক্ত করে রেখেচে ।