পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 দীনবন্ধু-গ্রন্থাবলী রত। কাল ব্যাটার ভারি নাকাল করিচি—দশ গণ্ড৷ কাগের ডিমের শাস ওর মাতায় ঢেলে দিইচি । নসি। কখন ? রতা। কাল প্রাতঃস্নান করে নামাবলিখানি গায় দিয়ে যেমন বাড়ী ঢুকবে, আমি ওদের পাচিলের উপর থেকে এক হাড়ি শাস ঢেলে দিয়ে পালিয়েছিলেম ; ব্যাট আবার নেয়ে মরে। কত গালাগালি দিলে কিন্তু আমায় দেখতে পাই নি। নসি। ভুবন বড় মজা করেচে–বুড়ো ধুতি নামাবলি রেখে স্নান কত্তেছিল, এই সময়ে পাটার নাড়িভুড়ি নামাবলিতে বেঁধে রেখে পালিয়েছিল। বুড়ে নামাবলি গায় দিতে গিয়ে কেঁদে মরে, বল্যে এ রত নাপতে করে গিয়েচে । রত। ব্যাটার আমার উপর ভারি রাগ । যে কিছু করুক আমারে দোষে, বলে নাপতের ছেলেকে লেখাপড়া শেখালে বিপরীত ফল ঘটে । ভুবনমোহনের প্রবেশ ভুব । ওহে ইনিস্পেক্টার বাবু এসেচেন, কাল আমাদের পরীক্ষা হবে । নসি। আমাদের পুরাণে পড়া সব দেখা আছে। ভুব। আমি বিশেষ মনোনিবেশ করে পড়াগুলিন দেখবো । রত। দেখ ভাই, পণ্ডিত মহাশয় আমাদের জন্যে এত পরিশ্রম করেন, আমরা যদি ভাল পরীক্ষা না দিতে পারি তবে তিনি বড় দুঃখিত হবেন। ভুব। রাজীব মুখুয্যে ইনিস্পেক্টার বাবুকে দেখে বড় রাগ করেচে, বল্যে এই ক্রিস্টান ব্যাট এয়েচে ।