পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী مايا রতার চড় খাবে আরো বলবে লাগে না । লোকে জানে বাবা যে সপের মন্ত্র জানতেন তা মরবের সময় অামায় দিয়ে গিয়েচেন বুড়োরে সাপে কামড়ালে কাজেই আমায় ডাকবে,—আমি চপেটাঘাতে নির্বিবষ করবো । গোপালের প্রবেশ গোপ। বড় মজা হয়েচে, রাজীব মুখুয্যের খ্যাপান উঠেচে– রত। কি খ্যাপান ? গোপী । “পেচোর মা” বল্যেই ব্যাট তাড়িয়ে কামড়াতে আসে । নসি। কেন ? গোপী । পেচোর মা বুড়োর মেয়ের সঙ্গে কথা কইতেছিল, বুড়ে ঘরে ভাত খাচ্চিল, কথায় কথায় পেচোর মা রামমণিকে বল্যে, তোমার বাপের চেয়ে আমার বয়স কম, বুড়ে ওমনি তেলে বেগুনে জ্বলে উঠলো, ভাতগুলিন পেচোর মার গায় ফেলে দিলে, আর এটে। হাতে মাগীর পিটে চাপড় মাত্তে লাগলো, মায়েশের রথের লোক জমে গেল। বুড়ে বলতে নাগলো “দেখ দেখি আমার বিবাহের সম্বন্ধ হচ্চে, বেট এখন কি না বলে আমি ওর অপেক্ষ বড়, আমি যখন পাঠশালে লিখি তখন বেটীকে ঐরূপ দেখিচি ” নসি । কোন পেচোর মা ? গোপা। রামজি ডোমের মাগ—রামজি মরে গিয়েচে, মাগী এক আছে, কেউ নাই, কেবল একটি ধাড়ী শূকর নিয়ে থাকে। রত। দুজনেরি বয়স এক হবে । গোপা। যদি কেহ বলে মুখোপাধ্যায় মহাশয় পেচোর মার