পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগলা বুড়ে q বয়স কম, বুড়ে ওমনি গালে মুখে চড়ায় আর তাড়িয়ে কামড়াতে আসে; এখন অধিক বলতে হয় না; শুধু পেচোর মা বলেই হয়। নেপথ্যে । বুড়ে বামনা বোকা বর। পেচোর মারে বিয়ে কর ॥ রাজীব মুখোপাধ্যায় এবং দশ জন বালকের প্রবেশ রাজী। যম নিদ্রাগত আছেন, এত বালক মরচে তোমাদের মরণ হয় না—কি বলবো দৌড়াতে পারি নে, তা নইলে একটি একটি ধরি আর খাই । বালকগণ । বুড়ো বামন বোকা বর । পেচোর মারে বিয়ে কর ॥ বুড়ো বাম্না বোকা বর। পেচোর মারে বিয়ে কর ॥ নসি। যা সব স্কুলে যা, বেলা হয়েচে, ইনিস্পেক্টার বাবু এয়েচেন, সকালে সকালে স্কুলে যা । ( বালকদের প্রস্থান ) মহাশয়ের অদ্য স্নানে অধিক বেলা হয়েচে, নানান কৰ্ম্মে ব্যস্ত থাকেন । রাজী। অামাকে পাগল করেচে । নসি। অতি অন্যায়, আপনি বিজ্ঞ, গ্রামের মস্তক, আপনার সহিত তামাসা করা অতি অমুচিত। মহাশয়ের গৃহ শূন্ত হওয়াতে সকলেই ছঃখিত। - রাজী । তুমি বাবু আমার বাগানে যেও, তোমাকে পাক৷ আতা আর পেয়ারা পাড়তে দেব। - রতা । যে মেয়েটি স্থির হয়েচে মুখোপাধ্যায় মহাশয়ের কঁাদ পর্য্যন্ত হবে ।