পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b" দীনবন্ধু-গ্রন্থাবলী রাজী। কোন মেয়েটি ? রত। আজ্ঞা—ঐ পেচোর মা । রাজী। দূর ব্যাটা পাজী গর্ভস্রাব, যমের ভ্রম—ভাড় হাতে করগে, তোর লেখা পড়া কাজ কি। দেখি তোর কাক৷ জমিগুলো কেমন করে খায়, রাজীব এমন ঠক নয় এখনি নায়েবকে বলে তোর ভিটেয় ঘুঘু চরাবে। পাজি—আঁস্তাকুড়ের পাত কখন স্বর্গে যায় । ( সরোষে রাজীবের প্রস্থান ) নসি। বেশ তৈয়ের হয়েচে । গোপা। বিয়ের নামে নেচে ওঠে—কনক বাবুর বাগানের কাছে ওর চার বিঘা ব্ৰহ্মত্বর জমি ছিল ; রায় মহাশয় সেই জমি কয়েকখানার দ্বিগুণ মূল্য দিতে চাইলেন তবু দিলে না, রামমণি কত উপরোধ করলে কিছুতেই শুনলে না ; তার পর রত। শিখায়ে দিলে, বিয়ের সম্বন্ধ করে দেব স্বীকার করুন জমি অমনি দেবে। রায় মহাশয় তাই করে জমি হস্তগত করেচেন কিন্তু তার উচিত মূল্যের অধিক দিয়াছেন। রত। এখন বড় মজা যাচ্ছে—ব্যাট ক্ষু বেলা লোক পাঠিয়ে খবর নিচ্চে বিয়ের কি হলো । কনক বাবু আমায় বলেচেন একটা গোলমাল করে ব্রাহ্মণের ভ্রম ভঙ্গ করে দাওগে । আমি কি করবো কোন উদ্দেশ পাচ্চি নে । ভুব। বাবা যে দুঃখিত হন, তা নইলে ওর পানের ডিবের ভিতর আমি কেঁচো পুরে রাখতে পারি। রত। তোমাদের কারো কিছু কত্তে হবে না, এক রত। ওর মাতা খাবে। ( সকলের প্রস্থান )