পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૪૨ দীনবন্ধু-গ্রন্থাবলী পঙ্কজ মূল তাল কি লাগে। কণ্টক নাগ না যদি রাগে ৷ চাকের মধু মিষ্টি কি হৈত। মৌমাচি খোচা না যদি রৈত ॥ আইল বিষ পীযুষ সঙ্গে। অঙ্কিত মুগ সোমের অঙ্গে ॥ নেপথ্যে। আপনার অতি সুশ্রাব্য স্বর—আপনি কপাট উদঘাটন করুন, আমি ভিতরে গিয়ে আপনার নবীন মুখচন্দ্রের অমৃত পান করে পরিতৃপ্ত হই । রাজী । যে আজ্ঞা । ( কপাট উদঘাটন, ঘটকের প্রবেশ, পুনৰ্ব্বার দ্বার রোধ ) ঘট। আমি অধিক ক্ষণ বস্তে পারবো না, আপনার দেশ বড় মন্দ, বালকের আমাকে বিদেশী দেখে গায় ধূলা দিয়েচে, আমি ওপাড়ায় আর যাব না । রাজী। মহাশয়, আপনার বাড়ী আপনার ঘর, এখানে থাকবেন, আপনার অপর স্থানে যেতে হবে না। ঘট । রাজীব বাবুকে একবার সংবাদ দেন । রাজী । আজ্ঞা আমারই নাম রাজীবলোচন—ও রামমণি, রামমণি, ওরে কলকেডায় একটু আগুন দিয়ে যা—( তামাক সাজন ) পিতা, ভ্রাতার পরলোক হওয়াতে সকল ভার আমার কোমল স্কন্ধে পড়েচে । আপনার মধ্যাহে আহার হয়েছিল কোথায় ? ঘট। কনক বাবুর বাড়ী—আমি আপনাকে মূলকাটিতে একটা কথা বলি, আপনি কাহারে তামাসা ঠাট্টায় ভুলবেন না —এ সম্বন্ধে আপনাকে অনেকে ভাংচি দেবে, আপনার আত্মীয়