পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 দীনবন্ধু-গ্ৰস্থাবলী থাকা বড় ক্লেশ, তোমার শ্বশুর, টাকা গহনা সব রেখে গিয়েচেন, তবু যোটাযোট করে এমন লোক নাই বলে এত দিন অবিবাহিত রয়েচে—বাপু তুমি এখন আপনার জন, তোমার কাছে ঢাক ঢাক্‌ গুড় গুড়, কি, মেয়ের স্ত্রীসংস্কার হয়েচে । রাজী । ভালই ত, তাতে দোষ কি, তাতে দোষ কি ? ঘট । তাও যে বয়সগুণে হয়েচে তা বোধ হয় না—চম্পক আমাদের স্বভাবতঃ হৃষ্টপুষ্ট, বিশেষ আছরে মেয়ে, পাচ রকম খেতে পায় তাইতে তের বৎসরে ও ঘটনা ঘটেচে । রাজী । মহাশয় লজ্জিত হচ্চেন কেন, আমি এরূপই ত চাই । আমি ত আর পঞ্চম বৎসরের বালকটি নই! বিশেষ অামার সংসারে গিন্নি নাই, মেয়ে বয়স্থা হলে আমার নানারূপে মঙ্গল । ঘট । আপনার যেমন মন তেমনি ধন মিলেচে । রামমণির আগুন লইয়া প্রবেশ রাম । ( কলিকায় আগুন দিয়া ) বাবা হ্রদ গরম করে আনবো ? রাজী । ( মুখ খিচিয়ে ) বাবা দুদ গরম করে আনবে, পাজি বেটী, আটকুড়ীর মেয়ে ( মুখ খিচিয়া ) ওঁয়ার বাবাকেলে বাবা । রাম। বুড়ো হলে বাহাত্তরে হয়, শূলের ব্যথায় মক্ষেন, छ्न রাজী। তোর সাত গোষ্টির শূল হোক্—পাজী বেটা, দূর হ এখান থেকে, কড়ে রাড়ী, আমার বাড়ী তোর আর জায়গা হবে না, তোর ভাতারের বাবা রাখে ভাল, না হয় নতুন আইন ধরে বিয়ে কর গে ।