পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে। × (ჯ রাম । তোমার মতিচ্ছন্ন ধরেচে, ( রোদন ) হা পরমেশ্বর ! বিধবার কপালেও এত যন্ত্রণা লিখেছিলে, দাসীর মত খেটেও ভাল মুখে দুটাে অল্প পাই নে—বাবা আমি তোমার— রাজী। আমলে আবার বলতে নাগলো—ওরে বাছ তুই বাড়ীর ভিতর যা, একজন ভিন্নদেশী লোক রয়েচে, একটু লজ্জা কত্তে হয় । রাম । আমার তিন কাল গেচে, অামার আবার লজ্জা কি, আমার যদি গণেশ বেঁচে থাকতে ওঁর চেয়ে বড় হতো। রাজী । বেটী পাগলের মত কি আবোল তাবুেলি বক্তে লাগলো, তোর কি ঘরে কাজ নেই। রাম। ব্যথা আজি ধরি নি ? রাজী। আজো ধরি নি, কালো ধরি নি, কোন দিনও ধরি নি—তোর পায় পড়ি বাছা, তুই বাড়ীর ভিতর যা । রাম । মা গো, খেতে বল্যে মাত্তে ধায় । ( প্রস্থান ) রাজী । যেমন মা তেমনি মেয়ে । ঘট । মেয়েটি অতি ব্যাপিকা—আপনাকে পিতা সম্বোধন কল্যে না ? রাজী। (স্বগত) এই বুঝি কপালে আগুন লাগে । ঘট । কামিনীটি কে মহাশয় ? রাজী । আমার সতীনঝি—না, আমার সাবেক স্ত্রীর মেয়ে । ঘট। মহাশয় আমার পরিশ্রম বিফল হলো । রাজী । কেন বাবা, অমঙ্গল কথা বল্যে কেন ? ঘট । উটি তো আপনার মেয়ে ?