পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SVÚ দীনবন্ধু-গ্রন্থাবলী রাজী। ঘটকরাজ— ডুবিয়ে সলিল যদি সীমস্তিনী খায়, শিবের অসাধ্য, স্বামী দেখিতে না পায়, ছেলে হয়, গুপ্ত কথা কিন্তু চাপা থাকে ; কার ছেলে, কার বাপে, বাপ বলে ডাকে । কামিনী কুমার বটে নিশ্চয় বিচার, স্বামীর সস্তান বলা লোকে লোকাচার – মেয়েটি আমার আমি বলিব কেমনে ? ঘট। মেয়েটির জন্ম তো আপনার বিবাহের পর। রাজী । তারই বা নিশ্চয় কি—ব্রাহ্মণের ঘরে, মহাশয় তো জ্ঞাত আছেন, মেয়ের বয়স দশ বৎসর তখনও গর্ভধারিণীর বিবাহ হয় নি । ঘট। তবে ব্রাহ্মণী কি এই মেয়ে কোলে করে পাক ফিরেছিলেন ? রাজী । কোলে করে ফিরেচেন, কি হাত ধরে ফিরেচেন তা কি আমার মনে আছে। সে কি আজকের কথা তা আমি তোমায় ঠিক করে বলবো, আমার বিবাহের দিন পলাসির যুদ্ধ হয়—ঘটক বাবা, বলে ফেলিচি তার আর কি হবে, বাবা তুমি জানলে জানলে, শাশুড়ী ঠাকুরুণকে এ কথা বল না, তোমারে খুশী করবে, তোমাকে বিদেয় কত্তে আমি দশ বিঘা ব্ৰহ্মত্তর জমি বেচুবো—সাত দোহাই বাবা মনে কিছু কর না, আমি পিতৃমাতৃহীন ব্রাহ্মণ বালক সকল ভার তোমার উপর, তুমি ওঠ বললে উঠবে, বস বললে বসবে। ঘট । আপনি স্থির হন, আমি এমন ঘটক নই যে ঐ মাগী আপনার মেয়ে বলে আমি বিয়ে দিতে পারবো না ? ওর মা যদি আপনার মেয়ে হয় তা হলেও পিচপা নই।