পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগলা বুড়ো 3 * রাজী । আচ্ছ, আচ্ছ,—বাবা বাচালে, আমি বলি তুমি বুঝি রাগ কল্যে । ঘট । তোমার মেয়েকে আমার এক ভয় আছে । রাজী । কি ভয় ? ওরে আবার ভয় কি ? ঘট । উনি পাছে আপনার নববিবাহিত প্রণয়িনীকে তাচ্ছিল্য করে মা না বলেন । রাজী । অবশ্য বলবে । আমার মেয়ে আমার স্ত্রীকে ম৷ বলবে না ! ঘট । সেটি যাচাই না করে আমি কথা স্থির কত্তে পারি না। কারণ আমাদের মেয়েটি অতিশয় অভিমানিনী, উনি যদি মান বলেন তা হলে সে অভিমানে গলায় দড়ি দিয়ে মত্তে পারে । রাজী । আমি এখনি যাচাই করে দিচ্চি ও—রামমণি ! ও রামমণি—ওরে বাছা অার একবার বাহিরে এস । রামমণির প্রবেশ রাম । অামায় আবার ডাক্‌চে কেন ? যে গাল দিয়েছ, তাতে কি মন ওটে নি ? রাজী । না মা তোমাকে কি আমি গাল দিতে পারি ! তোমার জন্যে সংসারে মাথা দিয়ে রইচি—তবে একটা কথা বলছিলাম কি—আমি যদি আবার বিয়ে করি তোমার যে নূতন মা হবে, তাকে তুমি মা বলে ডাক্বে কি না ? রাম । তোমার বিয়েও যেমন হবে, আমিও তেমনি মা বলে ডাকবো। বুড়ো হয়ে বাহাত্তরে হয়েছেন–রাতদিন বিয়ে বিয়ে করে মর্চেন । রাজী । কি কথায় কি জবাব । ভাল মুখে একটা কথা বল্লেম, উনি আমার গায় এক হাতা আগুন ফেলে দিলেন । •ව