পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে। こ> খেসারির ডাল যেন বাধা মলমলে । নাসিকার শোভা হেরে চঞ্চল নয়ন, ঈষৎ অরুণ লাজে হয়েছে বরণ, সরমে হেলিয়ে দোহে করিতে বিস্থিত কানাকানি কানে কানে কানের সহিত । অধরে ধরে না সুধা সতত সরস, তিজেছে শিশিরে যেন নব তামরস । গোলাপি বরণ পীন পয়োধরদ্বয়-- বিকচ কদম্ব শোভা যাতে পরাজয়— বিরাজে বক্ষের মাঝে নিজ গরিমায়, স্থানাভাবে ঠেকাঠেকি সদা গায় গায় ; তাতে কিন্তু উরজের অঙ্গ না বিদরে, কমলে কমলে লেগে কবে দাগ ধরে ? গঠিত বিমল কুচ কোমলতা সারে, নরম নিরেট তাই দেখ একেবারে । চিকণ বসনে কুচ রেখেচে ঢাকিয়ে, । কাম যেন তাবু গেড়ে আছে বার দিয়ে । রাজী । “কুচ হতে উচ্চ কেশরী মধ্যখান”—ন হয় নি— “কুচ হতে কত উচ্চ মেরু চুড়া ধরে, কঁদে রে কলঙ্কিচাদ মুগ লয়ে কোলে”— ন মহাশয়, ভুলে গিয়েচি—ত এরূপ হয়ে থাকে, কালেজের জলপানিওয়ালারাও ঘটকের কাছে চমকে যায়। ঘট । "কুচ হতে কত উচ্চ মেরু চুড়া ধরে। শিহরে কদম্ব ডরে দাড়িম্ব বিদরে ॥” রাজী । আপনি শাশুড়ীর কাছে সেরেসুরে নেবেন, বলবেন এ কবিতাটি আমি বলিচি । ঘট। শিকারী বিড়ালের গোপ দেখলে চেনা যায়—