পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९२ দীনবন্ধু-গ্রন্থাবলী আপনি যে রসিক তা আমি এক “মৌমাচি খোচাতেই” জানতে পেরেচি । রাজী। “চাকের মধু মিষ্টি কি হইত, মৌমাছি খোচা না যদি রইত।” ঘটক মহাশয় ইটি আমার আপনার রচন । ঘট। বলেন কি ? রাজী আজ্ঞা হা । ঘট। আপনি চম্পকলতার যোগ্য তরু, রাজযোটক হয়েচে । রাজী । আপনি রাত্রে অন্ন আহার করে থাকেন ? - ঘট , আজ্ঞ, আমার দক্ষিণপাড়ায় যাওনের প্রয়োজন আছে, আমি কনক বাবুর ওখানে আহার করবো—কোন কথা প্রকাশ না হয়, কনক বাবু এর ভিতরে অাছেন কেউ না জানতে পারে । , ( প্রস্থান ) রাজী। আমার পরম সৌভাগ্য,—আমার রাবণের পুরী ধু ধু কচ্চে, কামিনীর আগমনে উজ্জল হয়ে উঠবে, ( তাকিয়ার উপর চিত হইয়া চক্ষু মুদিত করিয়া ) আহা ! কি অপরূপ রূপ,—সোনার বর্ণ,—মোটাসোটা—দ্বিতীয়ে বিয়ে হয়েচে– ( নিদ্রা । ) নেপথ্যে। এই বেলা ফুটিয়ে দে, আমি সাপ ফেলবে। এখন । ( রাজীবের অঙ্গুলির গলিতে জানলা হইতে কঁাটা ফুটাইয়া দেওন । ) রাজী । বাবা রে গিচি—( অঙ্গে সোলার সাপ পতন ) খেয়ে ফেলেচে—( নেপথ্যে সাপ টানিয়া লওন ) এত বড় সাপ কখন দেখি নি (চিত হইয়া ভূমিতে পতন) একেবারে খেয়ে