পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে ২৩ ফেলেচে, করিয়েচে বিয়ে, ও রামমণি, ও রামমণি, ও রামমণি, ওরে আবাগের বেটী, ঝন্টু করে আয়, জ্বলে মলাম মা রে— কেউটে সাপে কামড়েচে, একেবারে মরিচি, শিগগির আয়, আমার গা অবশ হয়েচে, আমার কপালে সুখ নাই, আমি এক দিন তার মুখ দেখে মরতেম সেও যে ছিল ভাল— রামমণির প্রবেশ অঙ্গুলের গলিতে কেউটে সাপে কামড়েচে । রাম। ও মা তাই তো, রক্ত পড়চে যে, ও মা আমি কোথায় যাবে, ও মা বাবা বই আর যে আমার কেউ নাই— রাজী। লোক ডাক্‌ জ্বলে মলেম, আহ ! সর্পাঘাতে মরণ হলো । ( দরজায় আঘাত ) রাম ; ওগো তোমরা এস গে।—( দ্বার উন্মোচন ) আমার বাবার কাটি ঘা হয়েচে । দুই জন প্রতিবাসীর প্রবেশ প্রথম । তাই তো, খুব দাত বসেচে– দ্বিতীয়। সাপ দেখেছিলেন ? রাজী । অজগর কেউটে—আমার হাতে কামড়ালে আমি দেখতে পেলেম, তার পর হী করে গলা কামড়াতে এল, লাফিয়ে এসে নিচেয় পড়লেম । • প্রথম । রামমণি, দৌড়ে তোদের কুয়ার দড়াগাছটা আন । ( রামমণির প্রস্থান ) ( দ্বিতীয়ের প্রতি ) তুমি দৌড়ে রত নাপতেকে ডেকে আন, তার বাপ মরণকালে তার সাপের মন্ত্র রতাকে দিয়ে গিয়েচে, সে মন্ত্র অব্যর্থসন্ধান । ( দ্বিতীয়ের প্রস্থান )