পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে રt লয়েচ, তোমার গুণ শুনে সকলেই মুখ্যাতি করে, তোমার কল্যাণে আমার বৃদ্ধ শরীর অপমৃত্যু হইতে রক্ষা কর । রত। ( দংশন অবলোকন করিয়া ) জাত সাপের দাত— রেতে কাটে জাত সাপ রাখতে নারে ওঝার বাপ ॥ তবে বন্ধনটা সময়-মত হয়েচে ইতে কিছু ভরসা হচ্চে—একগাছ মুড়ে খ্যাঙর। আমুন । ( রামমণির প্রস্থান ) আপনার গা কি ঝিম্ ঝিম করে আসচে ? রাজী । খুব ঝিম্ ঝিম্ কচ্চে, আমি যেন মদ খেইচি । রত। যম বুঝি ছাড়েন না। মুড়ো বীট হস্তে রামমণির পুনঃপ্রবেশ ও এখন রাখ, দেখি চপেটাঘাতে কি কত্তে পারি। ( আপনার হস্তে ফু দিয়া রাজীবের পৃষ্ঠে তিন চপেটাঘাত ) কেমন মহাশয় লাগে ? রাজী । রতন লাগে বুঝি—বড় লাগে না । রত। তবে সংখ্যা বৃদ্ধি কত্তে হলো ( সাত চপেটাঘাত ) ৷ রাজী । লাগে যেন । রত। ঠিক করে বলে—যেন বিষ থাকতে লাগে বলে সৰ্ব্বনাশ কর না । রাজী। আমার ঠিক মনে হয় না, আবার মারো। রত। অামার হাত যে জ্বলে গেল—( প্রতিবাসীর প্রতি ) মহাশয় মাত্তে পারেন, আমি আপনার হস্ত মন্ত্রপূত করে দিচ্চি । প্রথম । না বাপু আমি পারবে না—এই ভুবনকে বলে । রত। ভুবন তোমার হাত দাও তো । ( ভুবনের হস্তে ফু দেওন ) মার । 8