পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল। বুড়ে VHම් আর তোর পাচটা ছেলে পিলে হতো সুখে সংসারধৰ্ম্ম করতে পাত্তিস, হাড়িনীর হালে থাকতে হতে না । গৌর। সতীত্বের মহিমা যে জানে, সে সধবাই হক আর বিধবাই হক প্রাণপণে সতীত্ব রক্ষা করে, আর যে সতীত্বের মহিমা জানে না সে পতি থাকলেও কুপথে যায়, পতি ন৷ থাকলেও কুপথে যায়। বাবা ভাবেন কেবল উপপতি নিবারণের জন্ত্যে বিধবা বিয়ের আন্দোলন হচ্যে । সুশীলের প্রবেশ সুশী । ছোট মাসি । এই পুস্তকখানি আপনার জন্তে এনেচি । গৌরমণির হস্তে পুস্তক দান রাম । সুশীল আজ কি যাবে ? সুশী। আমি কি থাকতে পারি, কাল আমাদের কালেজ খুলবে। গেীর । তোমাদের ইংরাজি পড়া হয় না । সুশী। হয় বই কি—এখন সংস্কৃত কলেজে ইংরাজিও পড়া হয়, সংস্কৃতও পড়া হয় । গৌর। মেঝদিদিকে বলে, বাবা কারে কথা শুনবেন না, বিয়ে করবেন। সুশী । তোমরা যেমন পাগল তাই বিয়ের কথা বিশ্বাস কচ্চো—আমি আর একদিন থাকলে কোন ছোড়া ঘটক সেজেচে ধরে দিতে পাত্তেম । - রাম । না বাবা মিছে নয়, আমি দেখিচি ঘটক ভিনদেশী ; এ গার কেউ না । (t