পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে। ૭૧ রাম। পেচোর মা তুই যা, তা নইলে আবার বুবার কাছে মার খাবি ৷ পেচে । মুই অ্যাট্ট শুয়োরের ট্যাং ঝলসা পোড় করিচি, তেল মুন আবানে খাতি পাচ্চি নে, মোরে এটুটু তেল মুন দাও মুই যাই । (তৈল লবণ গ্ৰহণানন্তর পেচোর মার প্রস্থান ) রাম । আমার ব্রতটা পচে গেল তবু বাবা ফুটি টাকা দিতে পারলেন না, শুন্‌চি ঘটক মিনসেকে সাড়ে বারে গণ্ড৷ টাকা দিয়েচেন । সুশী। বিয়ে যত হবে তা ভগবান জানেন, টাকাগুলিন কেবল অনর্থক অপব্যয় হচ্চে । রাজীবের প্রবেশ রাজী । ( আসনে উপবেশন করিয়া ) তুমি কি এখানে হুদিন থাকতে পার না ; আজো তো নাতবউ হয় নি যে কান ম’লে দেবে ! রাম। গৌর, তুই পান তৈয়ের কর গে আমি ভাত আনি । ( রামমণি ও গৌরমণির প্রস্থান ) রাজী। তোমার জলপানি কোন মাস হতে পাবে ? সুশী। গত মাস হতে পাব। রাজী । ক টাকা করে দেবে ? সুশী । আট টাকা । রাজী। উপরি কি আছে ? সুশী। যারা সত্যের মাহাত্ম্য জানে, তারা উপরি কাকে বলে জানে না ।