পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 দীনবন্ধু-গ্ৰস্থাবলী তা ওর মেয়ে ফুটিকে দেব, তাদের ভাল করে খেতেও দেয় না । রত। গিলটিকর গহনায় যা খরচ হয়েচে আর খরচ কি ! এস আমরা যাই (লোক চতুষ্টয়ের প্রতি ) আপনাদিগের যেরূপ বলে দিইচি সেইরূপ করবেন। 線 (লোক চতুষ্টয় ব্যতীত সকলের প্রস্থান ) কাকা। রত নাপতে ভারি নকুলে। মেসো। বুড় ব্যাট। যেমন নষ্ট তেমনি বিয়ের জোগাড় হয়েচে । দাদা। বেশ বাসরঘর সাজিয়েছে। ঘটক এবং বরবেশে রাজীবের প্রবেশ গদির উপর রাজীবের উপবেশন কাক। এই কি বর, কি সৰ্ব্বনাশ, ঘটক মহাশয় সব কত্তে পারেন—সোনার চম্পক এই মড়ার হাড়ে অর্পণ করবো, আমি ত পারবো না । ঘট। মহাশয় পাচ দিক বিবেচনা করুন— কাকা । রাখে তোমার পাচ দিক, দশ দিক হলেও মড়িপোড়ার ছেড়া মাজুরে মেয়ে দিতে পারবো না—দাদারি যেন পরলোক হয়েচে, আমি ত জীবিত আছি, চম্পক আমার দাদার কত সাধের মেয়ে, শ্মশানঘাটের শুকনা বাশে সেই মেয়ে সম্প্রদান করবো ? বলেন কি ? এমন সৰ্ব্বনাশ করেচেন, এই জন্তে দাদা আপনাকে বন্ধু বলতেন—অারে টাকা । টাকা খেয়ে আমাদের এই সৰ্ব্বনাশ কল্যেন । , দাদা। খুড়া মহাশয় এখন উতলা হওনের সময় নয়। রাজী । বাবা তুমিই এর বিচার কর ।