পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 দীনবন্ধু-গ্রন্থাবলী দাদা । যখন সম্বন্ধের স্থিরতা হয় তখন আপনি আমত করেন নি, এখন এরূপ করা কেবল ধাষ্টমো প্রকাশ । রাজী । “ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞ যখন” ! ঘট। ছোটবাবু কিঞ্চিৎ বয়স অধিক হয়েচে বলে এমন উতলা হচ্চেন কেন, বরের আর আর অনেক গুণ আছে। বিষয় দেখুন, বিদ্যা দেখুন, রূপ দেখুন, রসিকতা দেখুন। বন্ধুর মেয়ে বলে আমারো স্নেহ আছে আমি অপাত্রে অর্পণ কচ্চি নে । পুরে। ছোটবাবুর সকলি অন্যায়। বাক্‌দান হয়েচে, গাত্রে হরিদ্র দেওয়া হয়েচে, নান্দীমুখ হয়েচে, বরপাত্র সভায় উপস্থিত, এখন উনি অমঙ্গলজনক বিবাদ উপস্থিত করে শুভ কৰ্ম্মের বিলম্ব কচ্চেন-করুন লক্ষ কথা ব্যতীত বিবাহ হয় না । মেসে । পুরোহিত মহাশয়ের অনুমতি হয়েচে, ছোটবাবু আর বিলম্বের আবশ্যকতা নাই, হৃষ্টচিত্তে কন্যা সম্প্রদান কর । কাকা । আচ্ছা, কখান দণত হয়েচে দেখা আবশ্বক, বাবাজি দণত দেখাও দেখি । রাজী । আমি বড় বাশি বাজাতেম তাই অল্প বয়সে গুটিকতক দাত পড়ে গিয়েচে । ( দাত বাহির করিয়া দশায়ন ) কাকা । সকলেরি মত হচ্চে আমার অমত করা উচিত নয়, আমি বাবাজিকে অন্যায় বুড় বলে ঘৃণা করেচি। রাজী। আপনি খুড়শ্বশুর, পিতৃতুল্য, ছেলেপিলেকে এইরূপ তাড়না কত্তে হয় । মা ছেলেকে কত মন্দ বলে, তখনি আবার সেই ছেলে কোলে লয়ে স্তন পান করায় । কাকা। জামাই বাবুর কথাতে অঙ্গ শীতল হয়ে যায়। রাজী। আপনি শ্বশুর নচেৎ আদিরসের কবিতা শুনায়ে দিতেম। ঘট। এখন কোন কথা বলবেন না, লোকে বলবে বরটা