পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে 8ማ বুড়ো ব্যাট মার খাইয়েছিল তাইতে ওর রাগ ছিল, গোবরগোলা মাথায় ঢেলে দিয়েচে । ভুব। আমি ব্যাটার গা ধুয়ে দিইচি—ব্যাট রাগ করি নি, বলে বিয়ের দিন এমন আমোদ করে থাকে । - নেপথ্যে । এই ঘরে বাসর হয়েচে । কেশ । রতন ! ঘোমটা দাও হে। রাজী বের বরবেশে এবং নসিরাম আর পীচ জন বালকের নারীবেশে প্রবেশ নসি । বসে। ভাই কনের কাছে বসে । রাজী । (উপবেশনানন্তর ) আমার মনে বড় ক্লেশ হয়েছে —শাশুড়ী ঠাকুরুণ, উনি স্ত্রীর মা, আমারো মা, আমাকে দেখে মর কান্না র্কাদলেন। কেশ । মার ভাই এইটি কোলের মেয়ে, তাইতে একটু কাদলেন । তা ভাই তুমিও ত বুঝতে পার, সকলেরি ইচ্ছে মেয়ে অল্পবয়সী বরে পড়ে। সে কথায় আর কাজ কি, তুমি এখন মার পেটের সস্তানের চাইতেও আপন । তিনি বলচেন উনি বেঁচে থাকুন। আমার চম্পক পাচ দিন মাচ ভাত খাক । নসি । একবার দাড়াও ত ভাই জোকা দিই তোমার কত দূর পর্য্যন্ত হয় । (রতা এবং রাজীবের একত্রে দণ্ডায়ন ) কেশ । দিবিব মানিয়েচে, বসে। (উভয়ের উপবেশন ) রাজী। আমার শরীর পবিত্র হলো, চিত্ত প্রফুল্ল হলো, আমার সার্থক জন্ম, এমন নারীরত্ব লাভ কল্যেম। আমি পাজি দেখেছিলেম, এই মাসে মেষের স্ত্রীলাভ, তা ফল্লো । ভুব। ও মা সে কি গো, তুমি কি ভ্যাড়া, বিয়ান ভ্যাড় বিয়ে কল্যে না কি ?