পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগলা বুড়ে 8> রাজী। তোমরা মেয়েমামুষ, বাইনাচ কর আমি শুনি । দ্বিতীয় বালক । নাচ শোনে না দেখে ? রাজী । নাচ শোনাও যায়, দেখাও যায়। তুমি নাচে। আমি চক্‌ বুজে তোমার মলের ঠুনঠুন শব্দ শুনি। ভুব। আগে তুমি একটি গাও তার পর আমি নাচ বে। কেশ । সে কি ভাই, আমোদ আহলাদ না কল্যে মা কি ভাববেন ; তুমিই যেন দোজবরে, তার চাপা ত দোজবরে নয় ; গান কর, নাচে, তামাসা ঠাট্টা কর, রসের কথা কও। রাজী । শাশুড়ী ঠাকুরুণ গান বুঝি বড় ভাল বাসেন ? আচ্ছ বেশ গাচ্চি । ( চিন্তা করিয়া ) আমি ভাই গান ভাল জানি না, কবিতা বলি । ভুব। কবিতা বিয়ানের সঙ্গে ব’লে, আমরা তোমায় একদিন পেইচি, একটি গান শুনে মজে থাকি । রাজী। অামার ব্রাহ্মণী কি তোমার বিয়ান ? ভুব। ওগো হ্যা গে, বিয়ানের বিয়ে না হতে জামাই হয়েছে। তোমার ক্লেশ পেতে হবে না, তৈরি ঘর। রাজী । বিয়ানের কথাগুলিন বড় মিষ্টি, যেন নলেন গুড় । বিয়ানের নামটি কি ? কেশ । তোমার বিয়ানের নাম চন্দ্রমুখী । রাজী । হ্যা বিয়ান, তোমার নাম চন্দ্রমুখী ? ভুব। আমার কি চন্দ্রমুখ আছে, তা আমার নাম চন্দ্রমুখী হবে ? রাজী । বিয়ান, ব্রাহ্মণীর সঙ্গে আমার বাড়ী চলো, তিন জনে বউ বউ খেলা করবো । छूद । খোড়া ভাতার বুড়ে ব্যাই, কোন দিকে মুখ নাই। ༠༽