পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে (ty কেশ । ( রাজীবের নিকটে গিয়া ) ত ভাই তুমি এখন চাপাকে নিয়ে আমোদ কর, আমরা যাই, দেখ ভাই ছেলেমানুষ শাস্ত করে রেখ— - নসি । ঠাকুর্বি যে মুখের কাছে মুখ নিয়ে যাচ্চিস, দেখিস যেন কামড়ে হ্যায় না । ভুব। কামড়ালে ক্ষেতি কি ? বোনাইভাতারী ত গাল নয়, শালী পোনের অান মাগ । * কেশ । তুই যেমন ব্যাইভাতারী তাই ও কথা বলচিস্— আয় লো আমরা যাই । ( রাজীব এবং রত নাপতে ব্যতীত সকলের প্রস্থান ; দ্বার রোধ ) রাজী । সুন্দরি, সুন্দরি, তুমি আমার অন্ধের নড়ী, আমার ভাঙ্গ ঘরের চাদের আলো, আমার শুকনো তরুর কচি পাত ; তুমি আমার এক ঘড়া টাকা, তুমি আমার গঙ্গামণ্ডল । তোমার গোলামকে একবার মুখখান দেখাও, আমার স্বৰ্গলাভ হক । রতা । (অবগুণ্ঠন মোচন করিয়া ) ক্ষণকাল ক্ষম নাথ অধীনী তোমার, গাট দিয়ে দেখে সবে দম্পতি বিহার । এখনি যাইবে ওরা নিজ নিজ ঘরে, রাসলীলা কর পরে বিয়ের বাসরে । রাজী। অামি দেখে আসি কেহ আছে কি না, ( চারি দিকে অবলোকন ) প্রাণকাস্তা ! জনপ্রাণী এখানে নাই । রত। ভাল ভাল প্রাণনাথ আমি একবার, দেখি উকি মারে কি না পাশে জানালার । ( চারি দিকে অবলোকন এবং উভয়ের উপবেশন ) রাজী। কাছে এস, আমি একবার তোমার হাতখানি ধরি । রত। কাছে কিম্বা দূরে থাকি উভয় সমান, যত দিন নাছি পাই অস্তুরেতে স্থান ।