পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢२ দীনবন্ধু-গ্রন্থাবলী রাজী। প্রেয়সি ! আমি বিচ্ছেদ-আগুনে দগ্ধ হতেছিলেম, তুমি আমার দগ্ধ অঙ্গ মুখের অমৃত দিয়ে শীতল করলে। আমি যে জ্বালা পেয়েচি তা আমিই জানি, রামমণিও জানে না, গৌরমণিও জানে ন—এর তোমার সতীনঝি, তোমাকে খুব যত্ন করবে, তা নইলে তোমার ঘর তোমার দোর তুমি তাদের তাড়িয়ে দেবে। - রত। গুনিয়াছি তারা নাকি কাণ্টা অতিশয়, পরম পবিত্র বাপে কটু কথা কয়। যোড় হাতে তব দাসী এই ভিক্ষা চায়, পরবশ তারা যেন না করে আমায় । রাজী । তুমি যে আমার বুকপোরা ধন, আমি কারে ছুতে দেব ? কাল পান্ধি হতে আপনি তুলে নিয়ে যাব, রামমণিকে আপনি মুখ দেখাব, তার পর ঘরে গিয়েই দে দোর। আমার যা আছে সব তোমার (কোমর হইতে চাবি খুলিয়া) এই নাও চাবি তোমার কাছে থাক । ( চাবি দান ) রতা । পিতা পরলোক গেলে জননীর সনে, হা বাবা হা বাবা বলে কঁাদি ছুই জনে। বাবার বিয়োগ শোক ভূলিলাম আজ, মিলেচে গুণের পতি নব যুবরাজ । রাজী । বিধুমুখি ! তুমি আমায় আনন্দসাগরে সাতার শেখাবে—আহ আহা কি মধুর বচন । প্রেয়সি ! আমায় বুড়ে বলে ঘৃণা করে না ! রত। প্রবীণ কি দীন হয় কিবা কদাকার, ভকতিভাজন ভর্তা অবগু ভাৰ্য্যার । রাজী । সুন্দরি, আমাকে তোমার ভক্তি হয় ? রত। দেবতা সমান পতি সাধলের ধন, হৃদয়মন্দিরে রাখি করিয়ে যতন ।