পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগলা বুড়ে Q○ নানা আরাধনা করি মন করি এক, সরল বচন জলে করি অভিষেক । বিলেপন করি অঙ্গে আদর চন্দন, হেম উপবীত দিই মুখ আলিঙ্গন। রসের হেয়ালি ছলে বলি শিব ধ্যান, কপোল কমল করি দেব অঙ্গে দান । অবলা সরলা বালা আমি অভাজন, দিবানিশি থাকে যেন পতিপদে মন । ( রাজীবের চরণ ধারণ ) রাজী । সোনার চাদ তুমি আমায় স্বর্গে তুলো, আমি আর বাড়ী যাব না, এইখানে পড়ে থাকবে । বিধুবদনি একট। ছড়া বলে । রতা । মাথার উপর ধরি পতির বচন, বলিব ললিত ছড়া গুল হে মদন । কনক কিশোরী, পিরিতের পরি, রসের লহরী, বসে আলো করি, নিকুঞ্জ বন, মন উচাটন, মুদিত নয়ন, ভাবে মনে মন, কোথায় সে ধন, बत्कैबनन। কুলের অবলা, অবলা সরল, বিরহে বিকলা, সতত চপল বাচিতে নারি, বিলে প্রাণ হরি, হার হলো হরি, কুসুম কেশরি, আহা মরি মরি, মরে গো নারী।