পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? 8 দীনবন্ধু-গ্রন্থাবলী রমণীর মন, কি জানি কেমন, এত অযতন, তবু তো রতন, পুরুষে ভাবে, কি করি উপায়, অরি পায় পায়, পথে যন্থ রায়, পড়ে প্রেম দায়, মজেচে ভাবে । বুনো বলে রাই, লাজে মরে যাই, এসেচে কানাই, দোহাই দোহাই, কথা কস নে, রাই বলে সখি, সে মানে হবে কি, পিপাসী চাতকি, নীরদ নিরখি, বাধা দিস লে। কামিনীর মান, সফরির প্রাণ, মানে অপ্লমান, বিধতা বিধান, আন গোবিন্দে, করি আলিঙ্গন, মদনমোহন, স্মর হুতাশন, করি নিবারণ, যাও গো বৃন্দে । নুপুরের ধ্বনি, শুনি ওঠে ধনী, দীনে পায় মণি, পদ্মে দিনমণি, ধরিল করে, সহজ মিলন, সুখ সস্তুরণ, স্ববোধ স্বজন, ললনা কখন, মান না করে । রাজী । আহা মরি এমন মধুর বচন কখন শুনি নি, সুন্দরীর মুখ যেন অমৃতের ছড়া দিচ্চে ! আহা ! প্রেয়সি বিচ্ছেদজাল এমনি বটে, পুরুষের বিচ্ছেদ-বঁটুল খেয়ে ঘুরে মাটিতে পড়ে, হনুমান যেমন ভরতের বাঁটুল খেয়ে গন্ধমাদন