পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে @ (t মাথায় করে ঘুরে পড়েছিল । মেয়ে পুরুষের সমান জ্বালা, পুরুষে চেঁচামেচি করে, মেয়ের গুমরে গুমরে মরে । রতা । অনঙ্গ অঙ্গন অঙ্গ বিনা পরশনে, প্ৰহারে প্রস্থন বাণ বিরহিণী মনে ; কামিনী বিরহ বাণী আনে না অধরে, বিরলে বিকল মন মনসিজ শরে, লাবণ্য বিষণ্ণ নয় বিদরে অস্তর, কীটক কুলায় যথা রসাল ভিতর । রাজী । আহ আহা এমন মেয়ে ত কখন দেখি নি, আমার কপালে এত মুখ ছিল, এত দিন পরে জানলেম, বুড়ে৷ বিট আমার মঙ্গলের জন্তে মরেচে, “বক্তার মাগ মরে, কমবক্তার ঘোড়া মরে” । প্রেয়সি ! তুমি আমার গালে একবার হাত দাও । রতন । বয়সে বালিকা বটে কাজে খাট নই, প্রাণপতি গাল দুটি করে করি লই । ( রাজীবের কপোল ধারণ ) রাজী। আহা, আহ, মরি, মরিকার মুখ দেখেছিলেম— আজ সকালে রত শালার মুখ দেখেছিলাম—পাজী ব্যাটার মুখ দেখে এমন রত্নলাভ কল্যেম—সুন্দরি আমি একবার তোমার গা দেখবো । রতা । আমি তব কেন দাসী পদ অভরণ, মম কলেবর নাথ তব নিজ ধল, যাহা ইচ্ছা কর কাস্ত বাধা নাহি তায়, দেখ কিন্তু দাসী যেন লাজ নাহি পায়, স্বামীর সোহাগে যদি হইয়ে অবশ, দেখাই বিয়ের রেতে উদর কলস,