পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে ¢ማ রত। কবিতার কোমলতা ভাবের ভঙ্গিমা, কি বলিব কত ভাল নাছি পরিসীমা । থাটিল ঘটক বাণী ভাগ্যে অধীনীর, বুড় বর বটে কিন্তু দুধ মরে ক্ষীর। রাজী। সুন্দরি, আমার ঘুম গিয়েচে, রাত আমাব দিন বোধ হচ্যে—প্রেয়সি ! তুমি এক বার আমার কাছে এস, তোমারে গোট কত কথা জিজ্ঞাসা করি । রতা । কথার সময় নয় রসময় আজ, এখনি আসিবে তব শু্যালকী খ্যালাজ । রাজী । কারো আসতে দেব না, তুমি উতলা হও কেন, এস, এস, এস না—এই এস ( অঞ্চল ধরিয়া টানন ) । রতা । রসরাজ কি কাজ সলাজ মরি! মম অঞ্চল ছাড় ক্ষু পায় ধরি। ক্ষম জীবন যৌবন হীন বলে, ভ্রমরা কি বসে কলিকা কমলে ; নব পীন পয়োধর পাব যবে, রস সাগর নাগর শাস্ত হবে। রহ মানস রঞ্জন ধৈর্য্য ধরে, মুখ নূতন নূতন লাভ পরে। ( যাইতে অগ্রসর ) রাজী। মুন্দরি, এখন রাত অধিক হয় নি—তুমি ঘর হতে গেলে আমি গলায় দড়ি দিয়ে মরবো, আমি তোমায় ছেড়ে দেব না, যদি যাও অামি তোমার জেলের হাড়ি হয়ে সঙ্গে যাব, ব’স যেও না ( হস্ত ধরিয়া টানন ) । রতা । হাতেতে বেদনা বড় ছাড় না ছাড় না, বিবাহ বাসরে নহে বিহিত তাড়না ।