পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2br দীনবন্ধু-গ্ৰস্থাবলী নিশি অবসান প্রাণ গেল শশধর ; দম্পতি অরাতি রবি গগন উপর । যাই যাই বেলা হলো হাত ছাড় বঁধু, দিনে কি কামিনী কাস্তে দিতে পারে মধু ? রাজী । প্রেয়সি ! বুড় বামুনের কথা রাখ, যেও না, প্রেয়সি, তোমার পরকালে ভাল হবে—তুমি আমার প্রাণের প্রাণ, আমারে আর পাগল ক’র না । আমি রত্নবেদি হই, তুমি জয় জগন্নাথ হয়ে চড়ে ব’স । রত নাপ তের পদদ্বয় ধরিয়া শয়ন রত। অকল্যাণ অকস্মাৎ হেরে হাসি পায়, বাপের বয়সি পতি পড়িলেন পায় । ( জানালার নিকটে নসিরামের আগমন ) নসি। এ কি ভাই ঠাকুরজামাই, ক্ষিদে পেলে কি দুই হাতে খেতে হয় ? কিলিয়ে কাঠাল পাকালে মিষ্টি লাগে না । ( নসিরামের প্রস্থান ) রত। ছিছি ভাই, কি বালাই, লাজে মরে যাই, বিয়ের কনের কাজ দেখিল সবাই । (কিয়দুর গমন ) রাজী। বাপধন আমার চল্যে ! আমারে মেরে চল্যে, ব্ৰহ্মহত্যা হলো—যেও না সুন্দরি, যেও না । রত। রাত পুইয়েচে, কাক কোকিল ডাক্‌চে। (রত নাপ,তের প্রস্থান ) রাজী । বিটী জানাল দিয়ে কথা কয়ে আমার মাতায় বজ্ৰাঘাত কল্যে, বিট রাতব্যাড়ানী। বিট আকৃত ভাতারের মাগ, তা নইলে সে ব্যাট রেতে বেরুতে দেয় ? আহা কনক