পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দর্পণ ר צ করিয়া ফেলেন তৰে আপনার নীল বুনবে কে ? এই সাধুচরণ গত বৎসর কত ক্লেশে ৪ বিঘা নীল দিয়াছে, যদি উহাকে এরূপ নিদারুণ প্রহারে এবং অধিক দাদন চাপাইয়া ফেরার করেন তবে আপনারই লোকসান। উহাদের অদ্য ছাড়িয়া দেন, আমি কল্য প্রাতে সমভিব্যাহারে আনিয়া আপনি যেরূপ অনুমতি করিবেন সেইরূপ করিয়া যাইব । উড। তোমার নিজের চরকায় তেল দেহ । পরের বিষয়ে কথা কহিবার কি আবশ্বক আছে —সাধু ঘোষ, তোর মত কি তা বল ? অামার খানার সময় হইয়াছে । সাধু। হুজুর, আমার মতের অপেক্ষা আছে কি ? আপনি নিজে গিয়া ভাল২ চার বিঘাতে মার্ক দিয়া আসিয়াছেন, আজ অামিন মহাশয় অার যে কয়খান ভাল জমি ছিল তাহাতেও চিহ্ন দিয়া আসিয়াছেন । আমার আমতে জমি নিদিষ্ট হইয়াছে, নীলও সেইরূপ হইবে । আমি স্বীকার করিতেছি বিন দাদনে নীল কর্যে দিব । উড । আমার দাদন সব মিছে, হারামজাদ, বজাত, বেইমান ( শুামৰ্চাদ প্রহার ) । নবীন। (সাধুচরণের পৃষ্ঠে হস্ত দিয়া আবরণ) হুজুর, গরিব ছাপোষা লোকটাকে একেবারে মেরে ফেলিলেন । আহা ! উহার বাড়ীতে খাইতে অনেকগুলিন । এ প্রহারে এক মাস শয্যাগত হইয়া থাকিতে হইবে । আহা । উহার পরিবারের মনে কি ক্লেশ হইতেছে, সাহেব, আপনারও পরিবার অাছে, যদি আপনাকে খানার সময় কেহ ধৃত করিয়া লইয়া যায় তবে মেমসাহেবের মনে কেমন পরিতাপ জন্মে । উড। চপরাও, শাল, বাঞ্চৎ, পাজি, গোরুখোর । এ আর অমরনগরের মাজিষ্ট্রেট নয় যে কথায় কথায় নালিশ &