পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ দীনবন্ধু-গ্রন্থাবলী আ পাড়াকুছলি—ঘরের দোর খুলে দে, আমি ব্রাহ্মণীকে ঘরে তুলি । গেীর । আচ্ছ। আমরা ছুতে চাই নে তুমিই একবার মুখটাে দেখাও । পাচজন শিশু এবং গ্রামস্থ কতিপয় লোকের প্রবেশ শিশুগণ । বুড়ে বামনা বোকা বর, পেচোর মারে বিয়ে কর । বুড়ো বামনা বোকা বর, পেচোর মারে বিয়ে কর । রাজী। দূর ব্যাটার৷ পাপিষ্ঠ গৰ্ত্তস্রাব, কেমন পেচোর মা এই ছাখ (কনের অবগুণ্ঠন মোচন ) । গেীর । ও মা এ যে সত্যি পেচোর মা, ও মা কি ঘৃণা, কোথায় যাব—মাগীর গায় গহনা দেখ, যেন সোনারবেনেদের বউ— $ রাজী । ( দীর্ঘ নিশ্বাস ) হ্যা, আমার স্বর্ণলতা বাড়ী এসে পেচোর মা হলো—আমি স্বপন দেখলেম, আমায় ছলনা কল্যে—আহা ! আহা ! কেন এমন স্বর্গ মিথ্যা হলো—ও লক্ষ্মীছাড়া বিট পেচোর মা তুই কেন কনে হলি—সে যে আমার ডোইরে কলাগাছে জলভরা মেয়ে—মরে যাই, মরে যাই, মরে যাই, (ভূমিতে পতন) কনক রায় নিৰ্ব্বংশ হক, কনক রায়ের সৰ্ব্বনাশ হক— পেচোর মা। কানতি নেগলে ক্যান, তোমার ছ্যালে কোলে কর । ( কাপড়ের ভিতর হইতে অলঙ্কারে ভূষিত শূকরের ছান রাজীবের গাত্রে ফেলন ) রাজী। আটকুড়ীর মেয়ে, পেতনি, শুয়োরখাগি, শুয়োরের