পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

®8 দীনবন্ধু-গ্রন্থাবলী দিলি তোরে খুব ভালো বসবে, ভাতার বশ করা কত ওষুধ জানি, শোরের ছানা গায় দেওয়া নতুন শেকলাম । রতা নাপ তের প্রবেশ ইনিতি মোরে পর্তম বলেলো মোর কপাল ফিরেচে। রতা । ( রামমণির প্রতি ) ওগো বাছা তোমাকে তোমার বাপ একটি পয়সা দেয় না যে ব্রত নিয়ম কর, এই পঞ্চাশটি টাকা তোমরা দুই বনে নাও, আর চাবিটি তোমার বাবাকে দিও, তিনি কাল রেতে আহলাদে চাবি দিয়ে ফেলেছিলেন । রাম। গেীর টাকা রাখ আমি দৌড়ে একটা ডুব দিয়ে আসি, শুয়োরের ছান ছুইচি । ( প্রস্থান ) পেচোর। ভাই ছুয়ে নাতি চায়! ও মা মুই কনে যাব । গেীর । দাও আমার কাছে টাকা চাবি দাও—আহ, বুড়ো মানুষকে কেউ তো মারি ধরি নি । রত। মারবে কে ? গেীর । বেশ হয়েছে, মিছে বিয়ে হলো আমরা টাকা পেলুম । লু ( প্রস্থান ) পেচোর। বড় মেয়ে গেল, ছোট মেয়ে গেল, মোরে ঘরে তোলে কেড, মোর বামুন ভাতার কনে গেল ? প্রথম শিশু। দূর বিটা ডুমুনি। পেচোর। বুড়োর বেতে বামনি হইচি, মুই অ্যাকন ডুমনি বামনি । রত। ওলো ডুম্‌নি বামনি, আমার সঙ্গে আয়, তোর হারাধন খুজে দিইগে । ( সকলের প্রস্থান ) সমাপ্ত