পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গর্ভাঙ্ক গোলোক বসুর দরদালান সৈরিন্ধী চুলের দড়ি বিনাইতে নিযুক্ত সৈরিন্ধ্রী। আমার হাতে এমন দড়ি একগাছিও হয় নি। ছোট বউ বড় পয়মস্ত । ছোট বয়ের নাম কর্যে যা করি তাই ভাল হয়। এক পণ ছুটু করেছি কিন্তু মুটোর ভিতর থাকবে। যেমন একঢাল চুল তেমনি দড়ি হয়েছে। আহা চুল তো নয়, শু্যামাঠাকুরুণের কেশ, মুখখানি যেন পদ্মফুল, সৰ্ব্বদাই হাস্তবদন। লোকে বলে যা-কে যায় দেখতে পারে না, আমি তো তার কিছুই দেখি নে। ছোট বয়ের মুখ দেখলে আমার তো বুক জুড়য়ে যায়। আমার ৰিপিনও যেমন ছোট ৰউও তেমন । ছোট বউ তো আমাকে মায়ের মত ভালবাসে । সিকাহস্ত সরলতার প্রবেশ সর। দিদি, দ্যাখ দেখি, আমি সিকের তলাটি বুনতে পেরেছি কিনা —হয় নি ? সৈরিন্ধ্রী। ( অবলোকন করিয়া ) হ্যা এইবার দিবিব হয়েছে। ও বোন, এই খানটি যে ডুবিয়েছে, লালের পর জরদ তো খোলে না । সর। আমি তোমার সিকে দেখে বুনছিলাম— সৈরি । তাতে কি লালের পর জরদ আছে ? সর। না তাতে লালের পর সবুজ আছে। কিন্তু আমার সবুজ স্থত। ফুরয়ে গেছে তাই আমি ওখানে জরদ দিয়েছি।