পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী وا\ ছাড়া যায় না—আমি সে দিন তোমাদের অনুরোধে একটু খেচ লেম, তাতে আমার হেড়েক হয়েছিল। নিম । তোমার হেডটিতে আইরিশ ষ্ট হয় । নকু। কেন ? নিম । অনেক পোট্যাটো আছে । নকু। অটলকে একটু শ্যামপেন দাও । অট। আমি তাও খেতে পারবে না । নিম । তুমি কি প্রতিজ্ঞাপত্রে বঁাদরে আঁচড়েচ ? থুড়ি, সই করেচ ? আট । সই করি আর না করি, আমি মদ খাব না । নিম । তোর বাবা খাবে । অট। আমার বাবা পরম ধাৰ্ম্মিক, প্রত্যহ শিবপূজা করেন। নিম । তাই এমন গণেশের জন্ম হয়েছে । ( অটলের হস্তে শু্যামূপেন দিয়া ) ঢক্‌ করে গিলে ফেল, লক্ষী বাপ, আমার । অট। নকুল বাবু—খাব ? নকু। খাও, একটু খেতে দোষ কি ? তুমি ত আর মাতাল হচ্চে না । মডরেটুলি খাওয়ায় কোন অপকার করে না— আমোদ করা বই ত নয়— নিম । জুড়িয়ে গেল । অট । ( মদ্য পান করিয়া ) আমি কিন্তু আর খাব না । নিম । কাঞ্চনকে তুমি কি রেখেছ ? অট। বেটি তিন-শ টাকা মাসয়ার চায়। নিম । তুচ্ছ কথা—তোমার বাবা যে বিষয় করেচেন, অমন বিষয় আমার থাকলে আমি কাঞ্চনের গর্ভধারিণীকে রাখতেম। নকু। কাঞ্চন আজ আসবে কথা আছে। নিম । তবে মঙ্গলাচরণ করি । ( মদ্য পান ) অটল শক্তির সম্ভাষণ উপোযোগী আয়োজন কর, আর একটু শ্যামপেম খাও ।