পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী q অট। নকুল বাবু চপ করে রইলেন যে—উনি কি মদ ত্যাগ করেছেন না কি ? নকু বাপু আমাদের উদর সমুদ্রবিশেষ—এক ঘড়া তুল্যেও কমে না, এক ঘড়া ঢাললেও বাড়ে না । ( মদ্য পান ) নিম । এখন তুমি একটু খাও । আট । নিমৰ্চাদ তোর পায় পড়ি আমায় আর দিস নে— বাব যদি জানতে পারেন আমি মদ থেইচি তিনি গলায় দড়ি দেবেন। নিম । তুমি নকুল বাবুর অনুরোধে খেতে পাল্যে, আমার অনুরোধে খেতে পার না ? আমি তোমার সত্যত বাপ ? তুই যদি এক গেলাস না খাস আমি গলায় দড়ি দেব, তোর পিতৃহত্যার পাতক হবে । অট । মাইরি ভাই মদে আমার বড় ভয়—আমি আর খাব না | নকু। পেড়াপিড়ি কাজ কি । নিম । খাবে না ? অট । না । নিম । যা ব্যাট। তুই প্যারিসাইড, তোর মুখ দেখলে প্রায়শ্চিত্ত কত্তে হয় । কাঞ্চনের প্রবেশ নকু। একাকিনী নাকি ? নিম । ( করযোড়পূর্বক কাঞ্চনের প্রতি ) পুণ্য পুঞ্জ পণ্ড দেবি সৈরিণি ! ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ বৈরিণি ! নব্য বঙ্গ বৃন্দ ধ্বংস ডায়িনি । সাধিবপুঞ্জ চিত্ত দুঃখ দায়িনি ! নাস্তি ধৰ্ম্ম নাস্তি কৰ্ম্ম পাপিনি! কৃষ্ণ জিহব দুষ্ট কাল সাপিনি !