পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী مb দওধার কীট কুণ্ড বাসিনি ! বার বার লক্ষ জার নাশিনি ! নৃত্য গীত হাব ভাব শালিনি ! পাপ তাপ পুষ্প মাল মালিনি ! ফেটনাখ্য গাড়ি যোড়ি হাকিনি ! উলসনের ভোগ রাগ চাকিনি ! ফ্রান্স দেশ জাত মদ্য লোভিনি ! পেশয়াজ সাজ অঙ্গ শোভিনি ! পাপ দত্ত বিত্ত মত্ত রঙ্গিণি ! লালমুণ্ড হাড ডিসার অঙ্গিনি । কাঞ্চন, চাদবদনে একটু মদ দেবে ? কাঞ্চ । ও নকুল বাবু দেখ দেখি নিমে দত্ত আমায় বিরক্ত করে—মাইরি আমি ঐ জন্যে আসি নে— নিম । খাও না একটু—(মদের গেলাস মুখে দেওন ) কাঞ্চ । তুই ভারি পাজি—যাদের কাছে এইচি তার কিছু বলচে না, তোর বাবু অত স্যাকরায় কাজ কি। নিম । দুঃ বেটি কমবক্তি— কাঞ্চ । তুই আমায় বেটি বেটি করিস নে বলচি । নিম । সম্পর্ক-বিরুদ্ধ হয়েছে ? নকু। কাঞ্চন, অটল বাবুকে দেখতে পাচ্চে ? কাঞ্চ । অটলবাবু আমার প্রতি বড় নির্দয়—উনি সাত দিন ভাড় য়ে এক দিন যান । উনি বড়মানুষ, আমরা গরিব, আমাদের বাড়ীতে উনি গেলে ওঁর মানের খর্বব হয়—আমরা নাচতে জানি নে, গাইতে জানি নে, কথা কইতে জানি নে, কিসে ওঁর মনোরঞ্জন করবো ? অট। আমি যে কাল গিচলেম । কাঞ্চ । চকিতের স্যায় । নিম । শালী আমার সঙ্গে কথা কইলে যেন হাড়িচাচা ডাকতে লাগলে, এখন কথা কচ্চে যেন সেতার বাজচে ।