পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী ゞも জীব । তোমার কাছে যাওয়া আসা কল্যেই ও শুধরে যাবে। অটলকে আমি আসতে বলিছি। গোকু । আমি তাকে শোধ রাব কি সে আমায় বেগুড়াবে ত নিশ্চয় বলা যায় না । জীব । লেখা পড়া ভাল করে শিখলে না, কিন্তু তবু ইংরিজি কইতে পারে মন্দ নয়—অনেক বই কিনেচে । অটলের প্রবেশ অট । গুড মর্নিং—আপনি আমায় নাকি ডেকেচেন ?— আমি শীঘ্ৰ যাব । গোকু। দেখ অটল তুমি সদ্বংশজাত ভদ্রসন্তান, অতুল ঐশ্বৰ্য্যের অধিকারী, তোমার উচিত নয়, তুমি কতকগুলো সদাচারভ্রষ্ট মাতালের সঙ্গে সহবাস কর । অট। বাবা বুঝি লাগয়েচেন ? গোকু । তোমার বাবার লাগাতে হবে কেন, দেশ শুদ্ধ লোক তোমার নিন্দ কচ্চে—তুমি ধৰ্ম্মকৰ্ম্ম করবে, এডুকেশান কমিটির মেম্বর হবে, অনরেরি মাজিষ্ট্রেট হবে, লেফটেনাণ্ট গবর্ণরের কাউন্সেলের মেম্বর হবে, দেশোমতির চেষ্টা করবে, দুঃখীদের প্রতিপালন করবে, তোমার কি উচিত বেশু্যালয়ে পড়ে মদ খাওয়া । অট । বাবা যদি এখানে না থাকতেন আমি আচ্ছা জবাব দিতেম । জীব। জবাব দিয়ে কাজ নাই, গোকুল যে উপদেশ দেন তাই গ্রহণ কর। তুমি ত বাবা অবুজ নও, লেখা পড়া শিখেছ, জ্ঞান জন্মেছে, তোমার কি ওগুলো ভাল দেখায় । অট । কোনগুলো তাই ভেঙ্গে বলে না, তার পর আমি জবাব দিতে পারি ভাল, না হয় হার মেনে উঠে যাব । গোকু। তুমি অসৎসঙ্গ ছেড়ে দাও । 8