পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 দীনবন্ধু-গ্রন্থাবলী অট । আমি কার সঙ্গে অসৎসঙ্গ করচি একটা দেখয়ে দাও আমি এখনি তাকে ত্যাগ করচি । গোকু । তোমার সকলি অসৎসঙ্গ । অট। নকুলেশ্বর হাইকোর্টের উকীল, সে বড় মন্দ লোক !—নিমৰ্চাদ যে ইংরিজি জানে তোমাকে জলে গুলে খেয়ে ফেলতে পারে । গোকু। তারা অত্যন্ত মদ খায়— অট । তুমি মদ খাও না ?—বিশ্বনাথ লাদের দোকানে তোমার খাতা ধরে দিতে পারি। কেন বাবার সুমুখে বলতে বুঝি লজ্জা হয় । গোকু । আমি যখন মদ খেতেম কারে ভয় ক’রে খেতেম না, সুরাপান-নিবারিণী সভার প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করে আমি মদ একেবারে ছেড়ে দিইচি। মদ অস্মদাদির পক্ষে অতি অনিষ্টকর, সেই বিবেচনায় ত্যাগ করিচি । অট । অনেক খরচ পড়ে ব’লে ত্যাগ করেচেন । গোকু। সে কারণ হলেই বা দূষ্য কি-টাকা অকারণ মদে অপব্যয় না ক’রে সংকৰ্ম্মে ব্যয় কল্যে ইহকালেরও ভাল, পরকালেরও ভাল । অট। আমার আর কি দোষ ?—“গুলো” বলেন যে-চট্র চট্‌ ক’রে বলুন আমি বিদায় হই । গোকু। তোমাকে সুরাপান-নিবারিণী সভার সভ্য হ’তে হবে। অট । নিমৰ্চাদ বলেচে পরিণয়-নিবারিণী সভা না স্থাপন কল্যে কোন ভদ্রসন্তান সুরাপান-নিবারিণী সভার সভ্য হবে না । গোকু। সে পাজি ব্যাটার কথা ছেড়ে দাও—তোমার উচিত এ সভায় নাম লেখান । আট । আমার উচিত নয় । গোকু ! কেন ?