পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * দীনবন্ধু-গ্রন্থাবলী সৈরি তোমার বুঝি আর হাটের দিন পর্যন্ত তর সইল না । তোমার বোন সকলি তাড়াতাড়ি, বলে বৃন্দাবনে আছেন হরি। ইচ্ছা হলে রইতে নারি ॥ সর । বাহবা—আমার কি দোষ, হাটে কি পাওয়া যায় ? ঠাকুরুণ গেলহাটে মহাশয়কে আনতে বলেছিলেন, তা তিনি পান নি । সৈরি। তবে ওঁরা যখন ঠাকুরপোকে চিটি লিখিবেন সেই সময় পাচ রঙ্গের স্থতার কথা লিখে দিতে বলৰে । সর । দিদি এ মাসের আর কদিন আছে গ— সৈরি । ( হাস্তবদনে ) যার যেখানে ব্যথা, তার সেখানে হাত । ঠাকুরপোর কালেজ বন্দ হলে বাড়ী আসবের কথা আছে—তাই তুমি দিন গুণচো—আর বোন, মনের কথা বেরয়ে পড়েছে। সর। মাইরি দিদি আমি তা ভেবে জিজ্ঞাসা করি নি— মাইরি। সৈরি । ঠাকুরপোর আমার কি স্বচরিত্র, কি মধুমাখা কথা। ওঁরা যখন ঠাকুরপোর চিটিগুলিন পড়েন যেন অমৃত বর্ষণ হইতে থাকে । দাদার প্রতি এমন ভক্তি কখন দেখি নি। দাদারি বা কি স্নেহ, বিন্দুমাধবের নামে মুখে লাল পড়ে, আর বুকখান পাচহীত হয়। আমার যেমন ঠাকুরপে। তেমনি ছোট বউ— (সরলতার গাল টিপে ) সরলতা তো সরলতা—আমি কি তামাকপোড়ার কটোটা আনি নি, যেমন একদও তামাকপোড়া নইলে বাচি নে তেমনি কটোটা যেন আগে ভুলে এসিছি । আন্ধুরীর প্রবেশ ও আদর, তামাকপোড়ার কটোটা আন না দিদি ।