পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী »ማ যাদের স্ত্রী আছে তারা যদি বেশ্য রাখে, তারা নিতান্ত নরাধম, পাষাণ-হৃদয়, স্ত্রীহত্যাপাতকী। জীব । ব্যাই তোমায় বলবো কি, মাসে মাসে মাগীকে তিন শত টাকা মাসয়ার দিতে হয় । অট। সে টাকা তুমি দাও, না আমার মা ছায় ? জীব । তোমার মা উপপতি ক’রে এনে দেন— যা গুওট আজ হতে তোকে আমি ত্যজ্যপুত্র কল্যেম । জীবনচন্দ্রের সরোধে প্রস্তান গোকু। তোমাকে ত্যজ্যপুত্র হতে হবে । অট। ও রাগ কিছু নয়—মার কাছে গেলেই জল হয়ে যাবেন, আবার আমায় কত আদর করবেন। গোকু। তবে তোমার মা-ই তোমার মাতা খাচ্চেন । অট । আমি যাই মহাশয়—আমি কাঞ্চনকে নিয়ে রাম লীলে দেখতে যাব । উভয়ের প্রস্থান