পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী సె কপালের দশ দেখ দেখি ভাই, আজ দশ দিন বাপের বাড়ী থেকে এইচি এক দিন তাকে ঘরে দেখতে পেলেম না, এক মরে যায় জানলুম আপদ গেল, চকের উপর এ পোড়ানি সহ্য হয় না —রাত দিন মদ খেয়ে নেচে বেড়াবে । সৌদ । ও ভাই কলেজে পড়ার দোষ । কুমু । তোর ভাই আবার কোন কালে কলেজে পড়লে ? আদরের টেকি কলেজে নিলে না, তাই গৌরমোহন আড ডির স্কুলে দিন দুই একখান বয়ের পাত উলটিচ লো আর হেয়ার সাহেবের স্কুলে মাস কত পড়েচলো । সোঁদ । তবে ইংরিজি পড়ার দোষ । কুমু। কেন গোকুল কাকা কি ইংরিজি পড়েন নি ? চন্দ্রবাবু যে কলেজে পাঁচ বচ্ছোর চাল্লিশ টাকা ক’রে জলপানি পেয়েচেন, বিরাজের ভাতার যে ইংরিজিটোলের ভট্চায্যি হয়ে বেরয়েচে, এর কি মাগকে ঘরে একা রেখে বাগানে কাঞ্চনকে নিয়ে আমোদ করে, না মদ খেয়ে শিয়ালের মত হাল্লেী হাল্লো ক’রে ডাকতে থাকে ? r সৌদী । সকলে যে বলে কালেজে পড়লে রীত বিগড়ে যায়। কুমু। যারা তোমার দাদাকে দেখেছে আর তোমার দাদার খাস্ ইয়ার নিমে দত্তকে দেখেচে তারাই বলে । গোকুল কাকার মত নোকদের দেখলে এমন কথা কখন বলতে ন-ছোট খুড়ীর বেয়ারাম হ’লে গোকুল কাকা সাত দিন হোঁসে যান নি, কেমন চরিত্তির কারো দিকে উচু নজরে চান না। সোঁদ । কি জানি ভাই । কুমু। কেন তোর ভাতার তো ইংরিজি পড়েচে, সে কদিন কাঞ্চনকে এনেচে লো ? সোঁদ । দাদার ভাই কেমন পিরবিত্তি—তোর এই ভর যৌবন, এমন সোমত্তো মাগ রেখে সেই স্ব টুকো মাগীকে নিয়ে থাকে—দেখিচিস্তার হাত পা গুণে যেন বাকারি ।