পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2.o দীনবন্ধু-গ্রন্থাবলী কুমু। সে কি আমার ঠাকুরঝি তাই আমি তাকে দেখতে যাব ? সৌদা । তুই ভাই ঠাট্ট বই আর জানিস নে । কুমু তোর যে অন্যায়, সে হলো বাজারে বেশ্বে, বাগানে থাকে, সে বাকারি কি সাকারি তা আমি কেমন ক’রে দেখবে, আর তুই বা কেমন ক’রে দেখলি সোনাগাছী গেচ লি না কি ? সোঁদ । তোকে ভাই কথায় কেউ পারবে না। কুমু। এর আর পারাপারি কি, তুই যে খবর বলচিস্ হয় তুই সোনাগাছী গেচলি, নয় তোর ভাই তোকে বলেচে– “সৌদামিনী, তুমি বেশ গোলগাল, কাঞ্চন হাড়গোড়ভাঙ্গ দ।” সোঁদ । তুই ভাই নিয়ে খুব টানতে পারিস্ । কুমু। কিন্তু তোমার ভেয়ের কিছুই কত্তে পাল্যেম ন— তুমি যে নবীন ছুকুরি রূপের ডালি ঘরে রয়েচ, তাই বুঝি হেরে যাচ্চি । সৌদা । তোর যা খুসি তাই বল, আমি কথা কব না। কুমু। মনের মত হ’লে কে কথা কয়ে থাকে ভাই ? - মণি ধরে বস্লি নাকি ? মুখে যে আর কথা নাই—ভেয়ের কোল না পেলে বোল ফুটবে না। বুঝিচি—ডাকবে না কি—হঁ্যাল ? ( সৌদামিনীর চিবুক ধরিয়া) বলে দ্যাওরা রে এর ব্যাওরা কি ? নোন্দায়ের কোলে কেন শোয় না ঠাকুরঝি । হ, হা, হ! । সোঁদ । তুই ভাই এত রঙ্গও জনিস । কুমু। কাঞ্চনীর ও কথা কোথ। শুনলি ? সোঁদ । তুই বাপের বাড়ী গেলে দাদা এক দিন বিকেল বেলা কাঞ্চনকে বৈটকখানায় এনেছিলেন— কুমু । ঠাকুর বাড়ী ছিলেন না ?