পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী ২৩ কুমু। তোমার দাদা যে ষণ্ডামাক, সে রসিকতার কি ধার ধারে—শুনেচে কাঞ্চনকে অনেক বড়মানুষের ছেলে রেখেচ লো, ওমিনি তার জন্যে পাগল হয়েছে। রূপ, গুণ, বয়েস তোমার দাদা ত চায় না, কিসে লোকে বাবু বলবে, কেবল তাই দেখে —বাবা বড়মানুষ দেখে বিয়ে দিলেন, টাকা নিয়ে আমি ধুয়ে খাব, মরণটা হয় ত বঁচি । সোঁদা । কাঞ্চনকে দেখবি ? যখন সে গাড়ীতে ওঠে, ছাদ থেকে দেখা যায়-দাদ। আবার কেঁচা দিয়ে পা পুচ য়ে দেন, মাইরি। কুমু তুই বুঝি মুকুয়ে মুক্য়ে দেখিস, আর ভাবিস, কি ছ।—ই বেরালে মেরেচে । উভয়ের প্রস্থান দ্বিতীয় গর্ভগঙ্ক কঁাশারিপাড়। অটলবিহারীর বৈটকখানা অটলবিহারী এবং কাঞ্চনের প্রবেশ কাঞ্চ । তুমি যদি নিমে দত্তকে আমার বাড়ী আর নিয়ে যাও, তা হ’লে আমি কিন্তু বাড়ীর ভিতর গিয়ে মায়ের কাছে বলে দেব । অট । জানি । জানি । তার উপর এত রাগ কচ্চে কেন জানি । ... * কাঞ্চ । ব্যাট, ভাই বড় বিরক্ত করে—ব্যাটা মাতাল হ’লে আমার বড় ভয় করে । অট । কেন জানি, আমি তোমায় যে দিন থেকে রেথিচি, সেই দিন থেকে নিমৰ্চাদ তোমায় ত মাসী বলে ডাকে জানি ।