পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8 দীনবন্ধু-গ্ৰস্থাবলী কাঞ্চ । মাতাল হ’লে নিজের মাসী বড় জ্ঞান থাকে, তা আবার পাতানে মাসী । অট। না, জানি, সে আমার বুজম ফ্রেণ্ড, জানি সে আমায় বলেচে, ফ্ৰেণ্ডের মেয়েমানুষ মাসীর মত দেখতে হয়। কাঞ্চী আমারকপালে বনপো উপপতিই ঘটে—প্রিয়শঙ্কর যখন আমায় রাখলে, তখন রমানাথ আমায় মাসী বলতে, তার পর সেই রমানাথ আমায় সেবাদাসী কললেন ; পাছে রমানাথ মনে কিছু ভাবে, তুমি আমায় যা বলতে, তা মনে আছে ? এখন আমি তোমার জানী হইচ । অট । ( গীত ) “হায় কি কল্যে মাসী বলে, হায় কি কল্যে মাসী বলে”—তুমি যে মালিনী মাসী—হিরে মালিনী ফিরে চাও—জানি ( কাঞ্চনের হস্ত ধরিয়া ) তুমি আমায় মেরে ফেল জানি, তোমার মুখ দেখে আমি মরে যাই, জানি । কাঞ্চ । এই যে অটল, রসিকতা শিখিচিস । অট। না শিখবো কেন বাবা—সহরের প্রধান চিজ, কাঞ্চনমণি মাথায় ধরিচি । দামার প্রবেশ দাম । গাড়ী তোয়ের হয়েছে। অট। এস জানি, তোমায় তুলে দিয়ে আসি—আমার আঁচল দিয়ে তোমার পা পুচয়ে নেবো— জানি ! জানি ! আমি কি জানি ? সাবাস সাবাস বেশ পয়ার হয়েছে। জানি ! জানি । আমি কি জানি ? দামা, মেজ টা সাফ কর। অটল এবং কাঞ্চনের প্রস্থান