পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ । ミ> আহুরী। মুই অ্যাকন কনে খুজে মরবো ? সৈরি। ওরে, রান্নাঘরের রকে উঠতে ডান দিকে চালের বাতায় গোজ অাছে। আন্ধুরী। তবে খামাত্তে মোইখান আনি, তা নলি চালে ওটবো ক্যামন কর্যে । সর। বেশ বুঝেছে । সৈরি। কেন, ও তো ঠাকুরুণের কথা বেশ বুঝতে পারে? তুই রক কারে বলে জানিস নে, তুই ডান বুঝিস নে ? আছর । মুই ডান হতি গ্যালাম ক্যান । মোগার কপালের দোষ, গোরিব নোকের মেয়ে যদি বুড়ে হলো আর দাত পড়লো, তবেই সে ডান হয়ে ওটলো । মাঠাকুরুণিরি বলবো দিনি, মুই কি ডান হবার মত বুড়ো হইচি। সৈরি । মরণ আর কি ! ( গাত্ৰোখান করিয়া ) ছোট বউ বসিস, আমি আসূচি, বিদ্যাসাগরের বেতাল শুনবো । সৈরিজীর প্রস্থান অাত্রী । সেই সাগর নাড়ের বিয়ে দেয়, ছ্যা—নাকি তুটো দল হয়েছে, মুই আজাদের দলে । সর । হঁ্য আহ্বরী, তোর ভাতার তোরে ভাল বাস্তো ? আহুরী । ছোট হালদার্ণি, সে খ্যাদের কথা আর তুলিস নে । মিনসের মুখখান মনে পড়লি আজো মোর পরাণড ভুকুরে র্ক্যাদে ওটে । মোরে বড়ডি ভাল বাসতে। মোরে বাউ দিতি চেয়েলো । পুইচে কি এত ভারি রে প্রাণ, পুইচে কি এত ভারি। মনের মত হলি পরে বাউ পরাতি পারি ॥ দেখদিনি খাটে কি না, মোরে ঘুমুতি দিত না, ঝিমুলি বলতে, “ও পরাণ ঘুমুলে ।” -