পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী ২৯ ( আচড়াইয়া গেলাস ভাঙ্গিয়া বোতলের কানায় মদ্য পান ) I drink till the bottom of the bottle is parallel to the roof, শক্রর শেষ রাখতে নাই, দেখ বাবা, সব খেইচি । ভোলা । আই ডু ক্যান সার, বটল সার— fazi i Foigts You wicked urchin, og sisi zilā ilā ক’রে মাতা ধরয়ে দেছে—ফের যদি সার সার করবি, এক বোতলের বাড়ি তোকে কাশী মিত্রের ঘাটে পাঠাব – ভোলা । নো সার, সান্‌ইন্‌লা সার, ডেড, সার, ইয়োর ডাটার সার, উইডে সার, ইলেভেন ডেঞ্জ ডু সার, হাঙ্গী সার, দিস সাইড সার, দ্যাটু সাইড, সার, ওয়াটার ওয়াটার হোল নাইট সার । অট । আমায় কেউ একটু মদ দেয় না, যখন খেতেম না, তখন সব শালার আগে আমায় দিত— ভোলা। আই গিভ সার—( মদ্য দান ) অট। চিরজীবী হয়ে থাক্ । ( মদ্য পান ) রামমণিক্যের প্রবেশ এস এস, রামমাণিক্য বাবু এস—( মুখের আঘ্ৰাণ গ্রহণ ) ব্যাটা ধেনে খেয়ে মরেচে, ব্যাটা বিক্রমপুরে বাঙ্গাল – রাম। আপনারা তঃ কলকত্বাই—বাঙ্গালের দেনে মদ বালো । নিম । ( রামমণিক্যের হস্তে এক গেলাস ব্রাণ্ডি দিয়া ) খ৷ ব্যাট, একটু বিলাতী মদ খা, তোর দেহ পবিত্র হক, তোর গ্ৰীপাঠ বিক্রমপুর তীরে যাক । • - রাম। জোবর তো—এত পান করবার পারমু ক্যান ? অট। ব্যাট হুটো ভাটি খেয়ে হজম করেন, আবার বলচেন পারমু ক্যান—দেখ দেখ, ব্যাট গেলাসের উপর কি মন্ত্র পড়চে । রাম । হোদন করে লইচি— $