পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী CŞ নিম । রামমাণিক্য, তোদের দেশে মেয়েমানুষ আছে ? রাম স্বচ্ছন্দ । নিম । পটে ? রাম। কলকত্বাই স্ত্রীয় লোক না ! নিম । আমরা তোদের দেশে যাব।— ওর মেগের নাম কি ? অট । ভাগ্যধরী । নিম । আমরা তোর বিক্রমপুর যাব— রাম । নদীতে প্রবীণ ! নিম । ষ্টীমারে যাবে, তোর ভাগ্যধরীকে আনবো— রাম। হাল বাই হাল, ই কি তোর কলকত্বাই মাগ, উমি লোকের লগে খরাপ কাম করবে—বাগ্যদরী বাইবাতার করবে, স্যাও বালো, পরের লগে দেহ দেবে না—কোন দিন না। অট । তের বাগাদরীতে সতী বড়—আ বাঙ্গাল । রাম । পুঙ্গির বাই বাঙ্গাল বাঙ্গাল কর্য মস্তক গুরাইদিচে —বাঙ্গাল কাউস ক্যান—এতো অকাছ কাইচি তবু কলকত্বার মত হবার পরিচি না ? কলকত্বার মত না করচি কি ? মাগীবারী গেচি, মাগুরি চিকোন দুতি পরাইচি, গোরার বারীর বিস্কাট বক্কোন করচি, বাণ্ডিল খাইচি—এতো কর্যাও কলকত্বার মত হবার পারলাম না, তবে এ পাপ দেহতে আর কাজ কি, আমি জলে জাপ দিই, আমারে হাঙ্গোরে কুম্বিরে বক্কোন করুক— মাতাল হইয়া পপাত ধরণীতলে অট । ব্যাট পাতি মাতাল, খুব মাতাল হয়েছে—ব্রাণ্ডি পান পাকা লোকের কাজ । নিম । কবির উক্তি – “Little Learning is a dangerous thing Drink deep or taste not the Pierian spring,” এখানে প্যায়ারিয়ান অর্থে পিপে । ভোলা। ইয়েস সার, ড্রাঙ্কর্ড সার, সানইন্‌লা সার—