পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ দীনবন্ধু-গ্রন্থাবলী অট । এমন কোন বিষয় নাই যে সেক্সপিয়ার থেকে কোটেসান দেওয়া যায় না— নিম । তোমার কাঞ্চন যেমন সতী, এও তেমনি সেক্সপিয়ার । অট । কেন, ল্যাম্প্রেয়ার আনো দেকি— fan “A fool might once himself alone expose Now one in verse makes many more in prose. এর আবার ল্যাম্প্রেয়ার কি দেখবি, ও বাঞ্চৎ, বেয়াদব, মাতাল, মুর্থ— 3y জানি ! জানি ! আমি কি জানি ?— তার পর কি ? অট । তুইও মাতাল হইচিস্– নিম । তোমার টেম্পরেচারটা সমান করে নাও না বাবা । অট । ( মদ্যপান করিয়া ) আমি হাজার খাই, মাতাল হই নে—দাম, বাঙ্গালবাবুকে খাটে শুইয়ে রেখে আয়। নিম । ( দাম কর্তৃক রামমাণিক্যের অচৈতন্য দেহ টানিতে দেখিয়া ) "নলিনীদলগতজলবৎ তরলং”— “যেই শিরে বান্ধে সোনার পাগড়ি শ্মশানেতে যাবে গড়াগড়ি ।” আহা ! কি পরিতাপ—“নয়ন মুদিলে সব শব রে”—Gone to “The undiscovered country, from whose bourne No traveller returns—” অট । তুই দেকৃচি বাঙ্গালের বাবার বাবা হলি— নিম । ( ভোলার্চাদের মস্তকে চপেটাঘাত করিয়া ) “This is my ancient ;-this is my right-hand, and this is my left-hand.” অট । এবার তুই সেক্সপেয়ার বলচিস্তার আর কোন সন্দ নাই—আমরা ও প্লে-টা হেয়ার সাহেবের স্কুলে পড়েছিলেম— Merchant of Venerials ajasti star tā ifşf5–