পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै२ দীনবন্ধু-গ্রন্থাবলী সর । তুই ভাতারের নাম ধর্যে ডাকতিস । আন্তরী। ছি, ছি, ছি, ভাতার যে গুরুনোক, নাম ধত্তি আছে ? সর । তবে তুই কি বল্যে ডাকতিস ? আহুরী। মুই বলতাম, হাদে ওয়ে শোনচো— সৈরিন্ধীর পুনঃ প্রবেশ সৈরি। আবার পাগলীকে কে খ্যাপালে ? আছর । মোর মিনসের কথা স্বহচ্চেন তাই মুই বলতি লেগিচি । সৈরি। ( হাস্তবদনে ) ছোট বয়ের মত পাগল আর দুটি নাই, এত জিনিস থাকৃতে আন্ধুরীর ভাতারের গল্প ঘাটিয়ে২ শোনা হচ্চে । রেবতী ও ক্ষেত্রমণির প্রবেশ আয় ঘোষদিদি আয়, তোকে আজ ক দিন ডেকে পাঠাচ্চি তা তোর আর বার হয় না । ছোট বউ এই নাও, তোমার ক্ষেত্রমণি এসেছে, আজ ক দিন আমারে পাগল করেছে, বলে —দিদি, ঘোষদের ক্ষেত্র শ্বশুরবাড়ী হতে এসেছে তা আমারদের বাড়ী এল না ? রেবতী । তা মোদের পত্তি এমনি কেরূপ বটে। ক্ষেত্র, তোর কাকি মাদের পরণাম কর। ক্ষেত্রমণির প্রণাম সৈরি। জন্মায়তি হও, পাক চুলে সিন্দুর পর, হাতের ন ক্ষয় যাক, ছেলে কোলে করে শ্বশুরবাড়ী যাও ।